কলকাতা

বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়

ডেপুটি স্পিকার হচ্ছেন প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ দায়িত্ব পাচ্ছেন আরও কয়েকজন প্রাক্তন মন্ত্রী। সোমবার রাজভবনে রাজ্যের ৪৩ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবান্নের উদ্দেশে রওনা হন নতুন মন্ত্রীরা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানে তিনি জানান, ডেপুটি স্পিকার করা হচ্ছে প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে। চিফ হুইপ হচ্ছেন নির্মল ঘোষ, ডেপুটি চিফ হুইপ তাপস রায়।