খেলা

প্রয়াত প্রাক্তন গোলকিপার প্রশান্ত ডোরা

প্রয়াত জাতীয় দলের প্রাক্তন গোলকিপার প্রশান্ত ডোরা। বয়স হয়েছিল ৪৪ বছর। বিরল রোগে ভুগছিলেন তিন প্রধানের খেলা এই প্রাক্তন গোলকিপার। বার বার রক্ত দেওয়া হলেও তা ধরে রাখা হচ্ছিল না শরীরে। আড়াই মাস আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর প্লার্টলেট নামতে থাকে। ডাক্তারি পরীক্ষার পর জানা যায় বিরল এইচ এল এইচ রোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন এই গোলকিপার। রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই প্রয়াত হলেন তিনি। ইস্টবেঙ্গল,মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ছাড়াও জেসিটিতে খেলেছিলেন। এ ছাড়াও সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে নেমেছিলেন তিনি। ১৯৯৯ সালে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন প্রশান্ত ডোরা। সাফ কাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।