দেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ প্যানেলে জায়গা পেলেন প্রাক্তন স্বাস্থ্যসচিব প্রীতি সুদান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১১ সদস্যের প্যানেলে জায়গা পেলেন দেশের প্রাক্তন স্বাস্থ্যসচিব প্রীতি সুদান। দেশের অতিমারীর শুরু দিন থেকেই বড় ভূমিকা পালন করেছেন প্রীতি। তারই ফলস্বরূপ প্রীতিকে ওই প্যানেলে বড় জায়গা করে দিলেন নেতৃত্বে থাকা নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক লাইবেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এলেন জনসন স্যরলিফ। যদি ভারত থেকে ওই প্যানেলের একজন সদস্য হিসেবে প্রাক্তন বিদেশসচিব বিজয় গোখেলের নামই পাঠিয়েছিল মোদি সরকার। কিন্তু অতিমারী ঠেকানোর রণকৌশল নিয়ে প্রীতি অভিজ্ঞতা অনেক বেশি, তাঁকেই বেঁছে নেওয়া হয়েছে, গত সপ্তাহের বৈঠকে জানিয়েছেন ক্লার্ক।