প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। আজ সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তিনি ভোটে না দাঁড়ালেও তাঁকে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিয়োজিত করেছিল রাজ্য। উল্লেখ্য, রবিরঞ্জন চট্টোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপানা করেছেন। রাজ্যে পালা বদলের আগে নানা আন্দলনে তাঁকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। সমর্থন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্ মমতা বন্দ্যোপাধ্য়াকে। পরে তৃণমূল তাঁকে প্রার্থী করে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে। ২০১১ ও ২০১৬ সালে বর্ধমান দক্ষিণ থেকে টানা দু’বার বিধায়ক নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিবিদ। ছিলেন ২০১১ সালে গঠিত প্রথম তৃণমূল ও কংগ্রেস জোটের মন্ত্রিসভার সদস্য। সামলেছেন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের দায়িত্ব। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই বর্ধমানে শোকের ছায়া নেমে আসে। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।