বিদেশ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

জেল থেকে নোবেলের মনোনয়ন। খেলার মাঠে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে শুরু হওয়া কর্মজীবন দেখেছে রাজনীতির বিস্তর ওঠা পড়া। এবার জেলবন্দি ইমরান খানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল। মানবিধাকর এবং গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্রে ইমরান যে ভূমিকা নিয়েছেন সে কথা মাথায় রেখেই তাঁর নাম মনোনীত করা হয়েছে । গত বছর ডিসেম্বর মাসে পাকিস্তান ওর্য়াল্ড অ্য়ালায়েন্স নামে একটি সংস্থা তৈরি হয়েছে। তাদের সঙ্গে নরওয়ের রাজনৈতিক দল প্যাট্রিয়েট সেন্ট্রামের সঙ্গে যোগাযোগ আছে। এই দলের তরফেই নোবেলের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্যাট্রিয়েট সেন্ট্রাম লিখেছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি গণতন্ত্র এবং মানবিকতা রক্ষা করতে ইমরান খান যে ভূমিকা নিয়েছে তার জন্য তাঁর নাম মনোনীত হয়েছে। ” এই পোস্টে আরও জাননো হয়েছে, নোবেল পুরস্কার পাওয়ার জন্য কারও নাম মনোনীত করার অধিকার তাঁদের আছে। অবশ্য এই প্রথম নয় ২০১৯ সালেও শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত হয়েছিল। সেবার অবশ্য দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকার জন্য ইমরানকে মনোনীত করা হয়েছিল । প্রতি বছর এভাবেই বহু নাম জমা পড়ে নোবেল কমিটির কাছে। তার মধ্যে থেকে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে জয়ীদের বেছে নেওয়া হয়। কয়েকটি ক্ষেত্রে যুগ্মভাবেও নাম ঘোষণা হয়। মালালা ইউসুফজাইর সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পেয়েছিলেন কৈলাশ সত্যার্থী। এবার সেভাবেই ইমরানের নাম মনোনীত হলেন।