কলকাতা

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পেলেকে শেষ শ্রদ্ধা

ফুটবলের জগতে নক্ষত্রপতন। তারার দেশে পেলে কে সাও পাওলো। লড়াই শেষ হলো ৮২ বছর বয়সে তাঁর। সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫৭ মিনিট। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার জন্য বারবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ২০১১ সালে তার প্রথম অস্ত্রপ্রচার হয় এবং চলছিল কেমোথেরাপি। ২৯ শে নভেম্বর পেলে কে সাও পাওলো আলবার্ট আইনস্টাইন হসপিটালে ভর্তি করা হয়, তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে অবশেষে গতকালই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ফুটবলার হচ্ছে পেলে । মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আজ সল্টলেকের বিবেকানন্দ, যুব ক্রীড়াঙ্গনে পেলেকে শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সমস্ত ধরনের ক্রীড়া প্রেমী মানুষ আসেন যুবভারতী ক্রীড়াঙ্গনে পেলেকে শ্রদ্ধা জানাতে। অরূপ বিশ্বাস বলেন, পেলের সাথে কথা বলার সুযোগ হয়েছিল তার। বিশাল মনের মানুষ ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কাছে টেনে নিয়েছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আজকে আমরা সেই শেষ শ্রদ্ধ টা জানালাম। মমতা বন্দোপাধ্যায়ের সাথে সম্রাট পেলের ছবি আজ জ্বলজ্বল করছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ।এদিন সকলেই সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়ে পেলের প্রতিকৃতিতে শেষ শ্রদ্ধা জানান।