বিদেশ

ফের রাষ্ট্রসংঘের মহাসচিব পদে নির্বাচিত পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস

 ফের রাষ্ট্রসংঘের মহাসচিব পদে নির্বাচিত পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার দ্বিতীয়বারের জন্য ওই পদে তাঁর নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির। নির্বাচিত হওয়ার পরেই শপথ নেন তিনি। শপথের পর গুতেইরেস বলেন, মানুষের উন্নত ভবিষ্যতের জন্য তিনি ক্ষমতার বাইরে গিয়ে কাজ করবেন।

২০১৭ সালের ১ জানুয়ারি রাষ্ট্রসংঘের প্রধান হিসাবে দায়িত্বগ্রহণ করেন আন্তোনিও। করোনা আবহে রাষ্ট্রসংঘের গুরুদায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন গুতেরেস। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফের নির্বাচিত হওয়ায় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরু হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন গুতেরেস। মহাসচিব পদে তাঁকেই বেছে নিয়েছিল ভারত। গত সপ্তাহে রাষ্ট্রসংঘের সদরদপ্তরে তাঁর সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।