দেশ

যমুনা বক্ষে অস্থি বিসর্জন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের, গান্ধি পরিবারের অনুপস্থিতি নিয়ে খোঁচা বিজেপির!

 প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন দিলেন পরিবারের সদস্যরা ৷ শিখ রীতি অনুসরণ করে ‘মজনু কা টিলা’ গুরুদ্বারের কাছে যমুনায় চিতাভস্ম নিমজ্জিত করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। রবিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা যমুনা নদীর তীরে ‘অষ্ট ঘাটে’ উপস্থিত হন। সেখানেই ধর্মীয় উপাচার মেনে অস্থি বিসর্জন হয়েছে। তবে গান্ধি পরিবারের কেউ না থাকায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর, তিন কন্যা উপিন্দর সিং, দমন সিং এবং অমৃত সিং-সহ অন্য আত্মীয়রা চিতাভস্ম বিসর্জন ঘাটে হাজির ছিলেন। শিখ আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে, পরিবার 1 জানুয়ারি মতিলাল নেহরু মার্গের তাঁর সরকারি বাসভবনে ‘অখণ্ড পাঠ’ প্রাথনা করবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, আগামী 3 জানুয়ারি সংসদ কমপ্লেক্সের কাছে রাকাব গঞ্জ গুরুদ্বারে একটি ‘ভোগ’ অনুষ্ঠান, ‘অন্তিম আরদাস’ এবং ‘কীর্তন’ অনুষ্ঠিত হবে। গত 26 তারিখ দিল্লির AIIMS-এ মৃত্যু হয় মনমোহন সিংয়ের। 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী ৷ শনিবার নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। কংগ্রেস এক্স হ্যান্ডেলে অস্থি বিসর্জনের ছবি শেয়ার করে লিখেছে, “আমরা সকলে সর্বদা মনমোহন সিংজির জাতির সেবা, তাঁর উত্সর্গ এবং তাঁর সরলতাকে স্মরণ করব ৷” তবে, বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা দুঃখ প্রকাশ করেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জন করার সময় গান্ধি পরিবারের কেউ ছিলেন না। মনজিন্দর সিং সিরসা বলেন, “এটি আমাদের সকলের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এটা সত্য যে গান্ধি পরিবারের কেউ আজ সেখানে ছিলেন না (মনমোহন সিংহের অস্থি বিসর্জনের সময়) ৷ আজ, ক্যামেরা ছিল না বলে কংগ্রেসেরও কেউ ছিল না। এটি একটি দুঃখজনক বিষয় ৷”