কলকাতা পুজো

৭০জন মৃৎশিল্পীর হাতে ৪ হাজার টাকা করে তুলে দিলো ফোরাম ফর দুর্গোৎসব

ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে গত ৬ মাস ধরেই বিভিন্ন জনসেবামূলক কর্মসূচী নিয়ে চলেছে কলকাতার ৪০০টি দুর্গাপুজোর ক্লাবের মিলিত মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব। এই মহামারী পরিস্থিতে দেশ তথা রাজ্যের অর্থনৈতিক কাঠামোতে জোর ধাক্কা লেগেছে। যার প্রভাব বিভিন্ন মহলের মতো পুজোর বাজেটেও পড়েছে। ফলে অন্যান্য বছরের মতো এবারে মৃৎশিল্পীদের হাতে সে ভাবে কোনও বড় কাজের বায়না নেই। যার ফলে তাঁরা অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। মৃৎশিল্পীদের দুর্দিনে এই উৎসব কালে তাঁদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ফোরাম ফর দুর্গোৎসব। আজ কুমোরটুলিতে ৭০জন মৃৎশিল্পীর হাতে ৪ হাজার টাকা করে তুলে দেওয়া হয় ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে। এ দিনের অনুষ্ঠানে ফোরাম ফর দুর্গোৎসব-এর সদস্যদের পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী শশী পাঁজা। উল্লেখ্য, গত মার্চ মাসে লকডাউনের শুরুর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে অর্থ সাহায্যের জন্য আর্জি জানান। মুখ্যমন্ত্রীর এই আর্জিতে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ‘ফোরাম ফর দুর্গোৎসব’। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার অনুদান তুলে দিয়েছিল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। তাছাড়াও সারা বছর ধরেই ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করা হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘মায়ের জন্য রক্তদান’। আগামী ২০ সেপ্টেম্বর ফোরাম ফর দুর্গোৎসব-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘মায়ের জন্য রক্তদান’।