আজ থেকে কলকাতা সহ রাজ্যের সর্বত্র সরকারি ও বেসরকারি বাস রাস্তায় নামার অনুমতি দিয়েছে প্রশাসন ৷ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আনতে গত ১৫ মে থেকে রাজ্যে সবরকম পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ ছিল ৷ আজ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাস্তায় বাস ও মিনিবাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ আর প্রশাসন বাস চলার অনুমতি দিতেই অধিকাংশ বেসরকারি সংস্থার তরফে তাঁদের কর্মীদের অফিস আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই মতো অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে কার্যত বিপাকে পড়লেন বেসরকারি সংস্থার বহু কর্মী ৷ রাস্তায় দেখা নেই কোনও বেসরকারি বাসের ৷ যে কটা সরকারি বাস রয়েছে ৷ তাতেও মানুষজন বাদুর ঝোলা হয়ে যাতায়াত করছেন ৷ আর এই সুযোগে নিজেদের ইচ্ছে মতো দর হাঁকছে কলকাতার অটোচালকরা আর তার জেরে মাসের প্রথম দিনেই দুর্ভোগের মুখে পড়লেন আমজনতা। কার্যত এমনটা যে হতে চলেছে তার আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। কেননা বেসরকারি বাসের মালিকের সংগঠনগুলি থেকে জানানো হয়েছিল, পুরাতন ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। সেই আশঙ্কাই শেষে সত্যি করে দিয়ে এদন রাজ্যজুড়েই বেসরকারি বাসের চাকা থমকেই থেকে গিয়েছে। এদিন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আজ পূর্ণ ক্ষমতা নিয়েই পথে নেমেছে সরকারি বাস। রাস্তায় এখন চলছে প্রায় ৪ হাজার সরকারি বাস। । তবে বেসরকারি বাস প্রায় নামেনি বললেই চলে। সে বিষয়ে পরিববহণমন্ত্রী জানান, বেসরকারি মালিকদের তিনি সরকারের পক্ষ থেকে অনুরোধ করবেন যাতে তাঁরা বাস নামান।