দেশ

ভারত সফরে এসে চিনের ভূমিকায় উদ্বেগ প্রকাশ ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি-র

ভারতের মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের ক্রমবর্ধমান অতিসক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি৷ আজ ভারত সফরে এসে তিনি বলেন, ‘‘সংশ্লিষ্ট এলাকাগুলিতে চিনের দাপট দিন দিন বাড়ছে ৷ বাকিরাও যাতে ওই এলাকায় স্বাধীনভাবে সমুদ্র সফর অব্যাহত রাখতে পারে এবং

আন্তর্জাতিক আইন যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে হবে ৷’’  এদিন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন ফ্লোরেন্স৷ আলোচনায় উঠে আসে আফগানিস্তান প্রসঙ্গ ৷ তাতে ফ্লোরেন্স বলেন, সবাইকে একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে ৷ ভারত ও ফ্রান্স কীভাবে সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তারও উল্লেখ করেন ফরাসী প্রতিরক্ষামন্ত্রী ৷ চিন একটি বিশাল রাষ্ট্র ৷ তাই জলবায়ুর

পরিবর্তন রোখা-সহ বিভিন্ন ইস্য়ুতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করেন ফ্লোরেন্স ৷ এরপরই চিনের বেশ কিছু ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ বলেন, ‘‘বিশ্বব্যাপী বাণিজ্যে চিনেরও অংশীদারিত্ব রয়েছে ৷ কিন্তু, সংশ্লিষ্ট এলাকায় চিন ক্রমশ আগ্রাসী হয়ে উঠছে ৷ বিশেষ করে দক্ষিণ চিন সাগরে তাদের অতিসক্রিয়তা ভীষণভাবে লক্ষ্যণীয় ৷’’