দেশ

আজ থেকে ২০০টি দূরপাল্লার বিশেষ ট্রেন চলবে

রেলমন্ত্রক ঘোষণা করেছে, আজ থেকে গোটা দেশে ২০০টি দূরপাল্লার বিশেষ ট্রেন চলাচল শুরু করবে। তার মধ্যে পূর্বরেলেরও এক গুচ্ছ ট্রেন রয়েছে। তবে এই পর্যায়ে ট্রেনে থাকবে না কোনও অসংরক্ষিত কামরা। আগাম সংরক্ষণ ছাড়া এই ট্রেনে যাত্রা করা যাবে না। এ ছাড়াও ট্রেনে চড়ার ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রেল। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দুই বিভাগে যথাক্রমে ৯ এবং ৮ জোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে থাকছে এ রাজ্যের সঙ্গে যুক্ত দুরন্ত এক্সপ্রেস এবং জনশতাব্দী এক্সপ্রেসগুলি। ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না৷ সকল যাত্রীকেই স্যানিটাইজড করার পাশাপাশি থার্মাল স্ক্রিনিংও করা হবে৷ প্রত্যেক যাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।  তাঁদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাঞ্ছনীয়। ট্রেনে আগের মতোই খাবারের ব্যবস্থা থাকবে৷ তবে মিলের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্যাকেট করা স্ন্যাক্স আইটেমের পাশাপাশি প্যাকেট করা বিরিয়ানি, পোহা, খিঁচুড়ি থাকবে। সব প্যাকেটই থাকবে ‘রেডি টু ইট’৷ ট্রেনে সব খাবারের প্যাকেট অবশ্যই আগে গরম জলে ডুবিয়ে নিতে হবে। বাচ্চাদের জন্য থাকছে দুধের ব্যবস্থাও। চা-কফি এবং পানীয় জল ছাড়া কোনও খাবার পাওয়া যাবে না ট্রেনে। যাত্রীদের নিজেদের খাবার এবং জল বহন করতে অনুরোধ করছে রেল। ট্রেনে কোনও বিছানা বালিশ দেওয়া হবে না। যাত্রীদেরই বালিশ-বিছানা নিয়ে ট্রেনে চড়তে হবে। বিশেষ ট্রেনগুলি যেসব প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেখানে স্টল খোলা থাকবে। স্টলেও প্যাকেট করা খাবার ও পানীয়জল পাওয়া যাবে সূত্রে খবর৷

এ রাজ্যের সঙ্গে সংযুক্ত ট্রেনগুলি হল

🔵 হাওড়া – যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস – সপ্তাহে ৫ দিন – দক্ষিণ পূর্ব রেল
🔵 শালিমার – পটনা দুরন্ত এক্সপ্রেস – সপ্তাহে ৩ দিন – দক্ষিণ পূর্ব রেল
🔵 শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস – সপ্তাহে ৩ দিন – পূর্ব রেল
🔵 হাওড়া – ভুবনেশ্বর জনশতাব্দী – প্রত্যহ – দক্ষিণ পূর্ব রেল
🔵 হাওড়া- পটনা জনশতাব্দী – ৬ দিন – পূর্ব মধ্য রেল
🔵 হাওড়া – বারবিল জনশতাব্দী – প্রত্যহ – দক্ষিণ পূর্ব রেল
🔵 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস – প্রতিদিন- পূর্ব রেল
🔵 অমৃতসর-কলকাতা এক্সপ্রেস – সপ্তাহে ২ দিন – পূর্ব রেল
🔵 হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস – প্রতিদিন – দক্ষিণ মধ্য রেল
🔵 হাওড়া – মুম্বাই মেল – প্রতিদিন – দক্ষিণ পূর্ব রেল
🔵 আমদাবাদ – হাওড়া এক্সপ্রেস – প্রতিদিন- দক্ষিণ পূর্ব রেল
🔵 হাওড়া – নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস – প্রতিদিন – পূর্ব রেল
🔵 হাওড়া – জোধপুর এক্সপ্রেস – প্রতিদিন- পূর্ব রেল
🔵 দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস – প্রত্যহ – উত্তর পূর্ব রেল