ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। মে মাসে ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ১৬ বার জ্বালানি তেলের দাম বেড়েছে। এবার একশো পার করে ১০২ টাকায় পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। ভোপালে আজ পেট্রোলের দাম ১০২.৩৪ টাকা। মুম্বইয়ে তো আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। ডিজেলও পিছিয়ে নেই। কলকাতায় ডিজেলের দাম ৮৮ টাকায় পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই এইমূল্য বৃদ্ধি বলে জানানো হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করবে। কারণ বাণিজ্যে পরিবহণ খরচ বাড়লেই জিনিসের দাম বাড়ে। করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্তের চরম সংকটজনক পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় আজ ২৮ পয়সা পয়সা দাম বেড়েছে। কলকাতায় এখন পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.২৫ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.২৩ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৫.২৫ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১০০.৪৭ টাকা এবং ডিজেলের দাম ৯২. ৪৫ টাকা। ভোপালে পেট্রোলের দাম সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। সেখানে ১০২.৩৪ টাকা। ডিজেলের দাম হয়েছে ৯৩.৩৭ টাকা হয়েছে।