দেশ

ভারতে প্রশিক্ষণ নিতে আসা ১৫০ আফগান সেনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

আফগানিস্তানের শাসনভার চলে গিয়েছে তালিবানের হাতে। পতন ঘটেছে আফগান সেনাবাহিনীর। অথচ ভারতে প্রশিক্ষণ নিতে আসা অন্তত ১৫০ জন আফগান সেনার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। কয়েকমাস ধরে ভারতীয় সেনার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ), অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ওটিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে (আইএমএ) তাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের এখন আফগানিস্তানে ফেরানো নিয়েই উদ্বেগ দেখা গিয়েছে। যদিও তালিবানের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাদের ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, সেনাদের কাজে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছে তালিবান। কিন্তু তালিবানের এই আশ্বাসেও যেন উৎকণ্ঠা কাটছে না তাঁদের। এই পরিস্থিতিতে আপাতত তাঁদের ভারতে থেকে যাওয়া ছাড়া কোনও উপায় নেই।