বিনোদন

প্রয়াত ‘গেম অফ থ্রোন’ অভিনেতা ড্যারেন কেন্ট

মাত্র ৩৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন ‘দ্য গেম অফ থ্রোন’-এর অভিনেতা ড্যারেন কেন্ট। তাঁর মৃত্যুতে রীতিমতো অন্ধকার নেমে এসেছে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, দীর্ঘদিন তিনি স্বাস্থ্যের সঙ্গে যুদ্ধ করছিলেন। কিন্তু তাঁর ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি। ড্যারেনের ম্যানেজমেন্ট দল কেরি ডড অ্যাসোসিয়েটসি তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে ঘোষণা করেছেন যে, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু এবং ক্লায়েন্ট ড্যারেন কেন্ট গত শুক্রবার শান্তিপূর্ণভাবে মারা গিয়েছেন। মৃত্যুর সময় তাঁর পাশে তাঁর বাবা-মা এবং সেরা বন্ধু ছিলেন। এমন দুঃখজনক পরিস্থিতিতে আমরা তাঁর পরিবারকে জানাই গভীর সমবেদনা।”