নয়াদিল্লিঃ পঞ্চম লকডাউনের শুরুতেই বাড়লো রান্নার গ্যাসের দাম। একদিকে করোনা ভাইরাসের জেরে লকডাউন। এই অবস্থায় আর্থিক সমস্যায় জর্জরিত মানুষ। তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। মাসের পয়লা তারিখ থেকেই বাড়লো ভর্তুকিহীন সিলিন্ডারের দাম। দেশের চারটি মেট্রো শহরে সিলিন্ডার প্রতি ১১ টাকা ৫০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত দাম বেড়েছে। দিল্লিতে এলপিজি-র দাম ১১.৫০ টাকা বেড়ে দাঁড়াল ৫৯৩ টাকা। কলকাতায় অবশ্য গ্রাহকদের সিলিন্ডার পিছু গুনতে হবে বাড়তি ৩১.৫০ টাকা। ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এই শহরে বেড়ে হল ৬১৬ টাকা। মুম্বইতে সিলিন্ডার পিছু ১১.৫০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ৫৯০.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল ৩৭ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৬০৬.৫০ টাকা। তবে চার শহরের দামের তুলনা করলে কলকাতাতেই দাম সবচেয়ে বেশি।