জেলা

অশোক ভট্টাচার্যকে সরিয়ে শিলিগুড়ির নয়া পুর প্রশাসক গৌতম দেব

বিধানসভায় শূন্য,বামেদের থাকার মধ্যে ছিল একমাত্র শিলিগুড়ি পুরনিগম। কিন্তু সেই গড়ও রক্ষে হল না। শিলিগুড়ি পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে বাম নেতা অশোক ভট্টাচার্যকে সরিয়ে দিল রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে হেরে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় শিলিগুড়ির পুর প্রশাসক পদে আনা হল আরও এক পরাজিত প্রার্থী গৌতম দেবকে। তিনি ডাবগ্রাম-ফুবাড়ি থেকে ভোটে লড়েছিলেন। ছিলেন মমতার মন্ত্রিসভার সদস্যও। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রায় ২৮ হাজার ভোটে হেরে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তাঁরই একসময়ের অনুগামী শিখা চট্টোপাধ্যায়ের বিজেপি প্রার্থী হয়ে জয় হাসিল করেছেন। অন্যদিকে শিলিগুড়িতে জিতেছেন গৌতম দেবেরই ‘শিষ্য’ শঙ্কর ঘোষ। তাঁর চেয়ে কম ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তৃতীয় স্থানে নেমে যান সিপিএম প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য। তৃতীয়বার ক্ষমতায় ফিরেই অশোক ভট্টাচার্যকে অপসারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তাঁকে মাথায় রেখে চার সদস্যের নতুন পুরবোর্ড গঠন করেছে রাজ্য সরকার। এবিষয়ে গৌতম দেব বলেন, ‘আমি নিয়োগপত্র পেয়েছি। শুক্রবার থেকেই শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসব। আমার প্রথম কাজই হবে কোভিড নিয়ন্ত্রণ।’ তবে অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ‘আমি বিধানসভায় হেরে গিয়েছি। তাই আর পুরনিগমের পদে থাকতে চাই না।