বেআইনি ভাবে কোভিড-১৯ ওষুধ মজুত করার জন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে দোষী সাব্যস্ত করেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া৷ দিল্লি হাইকোর্টে চলা শুনানিতে তারা জানিয়েছে, অবিলম্বে ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ এ দিন দিল্লি হাইকোর্টে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছে, কোভিড রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার ওষুধ ফ্যাবিফ্লু বেআইনিভাবে মজুত ও সরবরাহ করায় দোষী সাব্যস্ত হয়েছে গৌতম গম্ভীর ফাউন্ডেশন ৷ অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কড়া পদক্ষেপ করা হবে ডিলারদের বিরুদ্ধেও ৷ একই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বিধায়র প্রবীণ কুমারকেও ৷ ৬ সপ্তাহের মধ্যে জানানোর জন্য ড্রাগ কন্ট্রোলারকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি হবে ২৯ জুলাই ৷