দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তিনি, ২৯ তম সেনাপ্রধান। এই প্রথম কোনও ইঞ্জিনিয়ার সেনাকর্তা দেশের সেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন। এতদিন মনোজ পাণ্ডে সহকারী সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন। বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে ৩০ এপ্রিল অবসর নিচ্ছেন। মনোজ পাণ্ডে নরভানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার প্রতিরক্ষামন্ত্রক এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেন। ১৯৮২ সালের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির স্নাতক মনোজ কর্মজীবনের শুরুতেই ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। তিনি জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে কাজ করেছেন। দায়িত্বও সামলেছেন ইস্টার্ন কম্যান্ডেরও। আন্দামান নিকোবরের কম্যান্ডার ইন চিফও ছিলেন মনোজ পাণ্ডে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, জেনারেল নরভানে চিফ অফ ডিফেন্স স্টাফের দৌড়ে এগিয়ে রয়েছেন। ৩০ এপ্রিল তাঁর কার্যকালের মেয়াদ শেষ হলেই লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে দায়িত্ব নেবেন।