দেশ

সবরকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনা, লাদাখে চিনের নির্মাণ নিয়ে কড়া বার্তা জেনারেল নারাভানের

সেনা প্রধান জেনারেল নারাভান বললেন, ভারতীয় সেনা সবরকম পরিস্থিতির জন্য তৈরি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সেনা প্রধান বার্তা দিয়েছিলেন কেন্দ্রের উচিত চিনের সঙ্গে সীমান্ত চুক্ত পোক্ত করা। তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে চিনের সুসম্পর্ককে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছিলেন তিনি। লাদাখে নির্মাণ কাজ করছে বেজিং লাদাখের দিকে এখনও নজর দিয়ে বসে রয়েছে বেজিং। সেনা প্রত্যাহারের প্রশ্ন তো নেই। উল্টে সেনা মোতায়েনের ব্যবস্থা আরও পোক্ত করছেন তিনি। সূত্রের খবর লাদাখে সেনা রাখার জন্য নির্মাণ করছে তারা। এলএসির খুব কাছেই এগুলি করছে তারা। আরাও বাহিনী মোতায়েনের জন্যই এগুলি করছে বেজিং এমনই খবর পাওয়া গিয়েছে। এলএসি বরাবর সেনাবিহিনী মজুত করার প্রক্রিয়াকে ভাল চোখে দেখছে না ভারত। গালওয়াল উপত্যকার সংঘর্ষের পর লাদাখ নিয়ে আরও বেশি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে ভারতীয় সেনা। হঠাত্‍ করেই লাদাখ সফরে গিয়েছিলেন সেনা প্রধান জেনোরল নারাভানে। সেখানে ২ দিন ছিলেন তিনি। সেখানে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাত্‍কারে সেনা প্রধান বসেছেন, লাদাখে নির্মাণকাজ চালচ্ছে বেজিং চিনা বাহিনীর পোক্ত শিবির তৈরি করার জন্য। ভারত তাতে ডরায় না। সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য লাদাখে প্রস্তুত ভারতীয় সেনা। যে পরিস্থিতিই তৈরি হোক না কেন লাদাখে তার জবাব দিতে তৈরি আছে ভারতীয় সেনা। সেনা প্রধানের এই মন্তব্যের পরেই নতুন করে লাদাখ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।