ক্রাইম দেশ

হায়দরাবাদে গাড়ির মধ্যেই জার্মান তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চালক

জার্মান তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল গাড়িচালকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের পাহাড়ি শরীফ এলাকায়। ধর্ষণের অভিযোগ দায়ের হতেই বিশেষ দল গঠন করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সি ওই জার্মান তরুণী তাঁর সহকর্মীর সঙ্গে গত ৪ মার্চ হায়দরাবাদে এসেছিলেন অন্য এক বন্ধুর সঙ্গে দেখা করতে। সোমবার ওই তরুণী ও তাঁর এক জার্মান বন্ধু শহরের আশেপাশে ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় এক গাড়িচালক তাঁদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তারপর তাঁরা গাড়িতে উঠে পড়েন। সেই সময় গাড়িতে আরও কয়েকজন যাত্রী থাকলেও পরে তাঁরাও নেমে যান। এরপর মামিদিপল্লি এলাকায় পৌঁছানোর আগে ওই তরুণীর সঙ্গে থাকা বন্ধুও নেমে পড়েন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কিছু ছবি তোলার জন্য ওই গাড়িতে করেই জার্মান তরুণী মামিদিপল্লিতে যান। এরপরই গভীর রাতে গাড়ির পিছনের সিটে চালক ওই জার্মান তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের কথা প্রথমে নিজের জার্মান বন্ধুকে জানায় ওই তরুণী। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। নির্যাতিতা জার্মান তরুণী ও অভিযুক্ত গাড়িচালককে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।