কলকাতা

রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা দিন, প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর, মাস্টার্স স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “রাজ্যের সব কৃষকদের ব্যাঙ্কে ১৮ হাজার টাকা দেওয়া হবে নির্বাচনে রাজ্যে বিজেপি জিতে এলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি কৃষকদের এই টাকা দিতে দিচ্ছেন না।” নির্বাচন হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। রাজ্যে ক্ষমতায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীকেই মনে করিয়ে দিলেন। ক্ষমতায় ফেরার পর এই প্রকল্প নিয়ে এবার কেন্দ্রের কোর্টে বল ঠেললেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তিনি বলেছেন,  পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের নাম পোর্টালে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষকদের ১৮০০০ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ভোটের আগে  এ কথা বলেছিলেন, এবার কৃষকদের টাকা দিন।’ রীতিমতো চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জানালেন, “রাজ্যের কৃষকদের তথ্য দিয়ে দিয়েছি। এবার কৃষকদের ব্যাঙ্কে ১৮ হাজার টাকা পাঠিয়ে দিন।” একেই বলে “মাস্টার্স স্ট্রোক।” সেই সূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গোটা বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসা মাত্রই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের বকেয়া ১৮ হাজার টাকা করে দেওয়া হবে। নিজেদের ম্যানিফেস্টোতেও এই কথা লিখেছিল বিজেপি। আর ক্ষমতা আসা মাত্রই বিজেপির অস্ত্রেই বিজেপিকে বধ করতে ময়দানে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষকদের ব্যাঙ্কে সেই টাকা দিতে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটের আগে কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই টাকাটা দেওয়া হোক।” চিঠিতে গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে পাঠানো চিঠির প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও কৃষি মন্ত্রকের তরফে কোনও উপযুক্ত জবাব পাইনি।