বিধ্বংসী তুষার ধস এদিন চোখের নিমেষে উত্তরাখণ্ডের বুকে একের পর এক বাড়ি ঘর ভাঙতে শুরু করে। মুহূর্তে উত্তরাখণ্ডে খুঁজে পাওয়া যাচ্ছে না ২০২ জনকে। বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন এক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন নিতে শুরু করেছে একাধিক ব্যবস্থা। তপোবন জলবিদ্যুত্ কেন্দ্রের কাছে সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ চলছে। দেবভূমিতে রবিবারের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০। বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৩১। তপোবনের ওই সুড়ঙ্গে এখনও প্রায় বেশ কিছু জন আটকে আছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনারেল অব পুলিশ অশোক কুমার। মঙ্গলবার তিনি বলেছেন, ”চামোলির সুড়ঙ্গে উদ্ধারকাজ এখনও চলছে। আশা করছি, আজকের মধ্যে সুড়ঙ্গ থেকে অটকদের উদ্ধার করে পথ পরিষ্কার করে ফেলতে পারব।”