কলকাতা

‘সাবধানে যাবেন, সাবধানে আসবেন, মাস্ক ব্যবহার করবেন’, স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগরে স্নানের বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ এদিন মুখ্যমন্ত্রী তীর্থ যাত্রীদের উদ্দেশে বলেন ‘সাবধানে যাবেন। সাবধানে আসবেন। মাস্ক ব্যবহার করবেন। আপনারা সবাই আমার বন্ধু। ওখানে হাসপাতাল, অ্যাম্বুল্যান্স, ঘরের ব্যবস্থা করেছি। কোর্টে এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে আমি মেলা বন্ধ করতে চাইনি। ছোট করেও হলে হোক।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। মানুষের আবেগের কথা ভেবে এ বছর অতিমারী পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে কোভিড বিধি মান্য করা হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’ সোমবার সন্ধ্যায় কলকাতার আউটরাম ঘাট সংলগ্ন শিবির থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু বন্ধ হয়ে গেলেও তার সরকার কোনো কিছু বন্ধ করার পক্ষপাতি নয়। গঙ্গাসাগর মেলার সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। সে কারণে সব রকমের  সাবধানতা অবলম্বন করে মানুষকে পূণ্য লাভের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। গঙ্গাসাগরগামী সব বাসে যাতে সব পূণ্যার্থীদের মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। সাগরের পথে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর একটি করে হেল্প ডেস্কও তিনি চালু করতে বলেছেন। করোনা অতিমারীর প্রেক্ষিতে  যেসব মানুষ এবার সাগরে আসতে পারবেন না তাঁদের জন্য রাজ্য সরকার ই স্নানের ব্যবস্থা করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ মাত্র ১২৫ টাকার বিনিময়ে গঙ্গাসাগরের পবিত্র জল এবং প্রসাদ বুক করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা যতদিন চলবে ততদিন যেন সকলে মাস্ক পড়েন ও স্যানিটাইজার ব্যবহার করেন। কারণ, করোনার প্রকোপ কমলেও তা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই সকলে সুস্থ থেকে, সরকারের নিয়ম মেনেই গঙ্গাস্নান করুন। পাশাপাশি, এবার কোভিডের জন্য ই-স্নান ও ই-দর্শনও করা যাবে বলেই জানান তিনি। তিনি জানান, দেশের মধ্যে গঙ্গাসাগর সবচেয়ে বড় তীর্থস্থান। এখানে জল পেরিয়ে যেতে হয়। তা সারা দেশের আর কোথাও হয় না। ইতিমধ্যেই গঙ্গাসাগরে আগত সব তীর্থযাত্রী, পুলিশ, সাংবাদিক, সরকারি কর্মচারীদের জন্য ৫ লক্ষ টাকার বিমা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মমতা একইসঙ্গে বলেন, ‘রাজ্যের মন্ত্রীদের পক্ষ থেকে ৬-৭ জন মন্ত্রী সেখানে থাকবেন। পুলিশ-প্রশাসন সকলেই থাকবেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করবেন সকলেই। কোনওরকম অসুবিধা হলে সরকার সবটা দেখে নেবে।’ একইসঙ্গে, এই সভাতেও নাম না করে বিজেপিকে দুষেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিবেকানন্দ কারও একার নয়। বিবেকানন্দ সকলের। তিনি দেশ ভাঙার কথা বলেননি। আমরা কেউ দেশকে ভাঙিনি। আমাদের সবচেয়ে বড় শক্তি এটাই। আমজনতার জন্যই আমরা লড়াই করব। দেশকে কোনওভাবেই ভাঙতে দেব না।’

https://www.facebook.com/MamataBanerjeeOfficial