দেশ

পর্যটকদের জন্য বন্ধ গোয়া

সংক্রমণ নিম্নগামী হলেও মৃত্যুমিছিল জারি। তবে দেশের বেশ কয়েকটি রাজ্য করোনাবিধিতে শিথিলতা আনলেও এব্যাপারে কড়া অবস্থান নিয়েছে গোয়া প্রশাসন। গোয়ায় করোনা বিধিতে শিথিলতা আনলেও বেশকিছু ক্ষেত্রে কড়া বার্তা গোয়া প্রশাসনের। যতদিন না রাজ্যের প্রত্যেক নাগরিক করোনার প্রথম ডোজ নিচ্ছেন, ততদিন গোয়া পর্যটকদের জন্য বন্ধই থাকবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আর এই টিকাকরণ শেষ করতে ৩০ জুলাইয়ের সময়সীমা ধার্য করা হয়েছে গোয়া সরকারের পক্ষ থেকে।এদিকে এপ্রিল-মে মাস থেকে দ্বিতীয় ওয়েভ শুরু হতেই সংক্রমণ বেড়েছে। গোয়াতেও বেড়েছিল সংক্রমণ।আগের থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু পর্যটকদের আসতে নিষেধ গোয়া প্রশাসনের।