আজ বুধবার চন্দননগরে রোড শো ছিল শুভেন্দু অধিকারীর। সেই রোড শোতে একেবারে সামনের সারিতে ছিলেন অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত এবং লকেট চট্টোপাধ্যায়। আর সেই মিছিল থেকেই ওঠে ‘গোলি মারো’ স্লোগান! যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দুর রোড শোতে তাল কাটল ‘গোলি মারো’ স্লোগান। দিল্লির বুকে এর আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের মুখে এই বার্তা প্রথম শোনা যায়। তারপর বাংলার নির্বাচনে এই স্লোগান পারদ চড়াচ্ছে। এদিন , হুগলিতে হুগলি যুব মোর্চার তরফ থেকে এই স্লোগান তুলে বলতে থাকে, ‘দেশকে গদ্দারকো , গোলি মারো……‘। সঙ্গে সঙ্গেই চলতে থাকে ‘হামসে যো টকরায়েগা , চুর চুর হো জায়েগা।’ বিজেপির প্রথম সারির একাধিক সাংসদ থাকা সত্ত্বেও কীভাবে এমন স্লোগান উঠল তা নিয়ে জোর সমালোচনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গ বিজেপির মুখপত্র তথা নেতা শমীক ভট্টাচার্য বলেন, দল কখনই এই ধরনের স্লোগানকে মান্যতা দেয় না। আগামী দিন যাতে বিজেপির মিছিলে এমন স্লোগান কেউ না ব্যবহার করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে এদিনের মিছিলে যারা এহেন স্লোগান তুলেছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে দাবি শমীকবাবুর। একই সঙ্গে শমীক ভট্টাচার্য আরও বলেন, বিজেপির পতাকা হাতে কেউ এই ধরনের স্লোগান তুললে তা নিন্দাজনক। অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আগেই বলেছি তৃণমূল এমন বিতর্কিত স্লোগানকে কখনও মান্যতা দেয়নি, দেবেও না। বিজেপির এটাই ট্র্যাডিশন। তৃণমূল মোটেও এই স্লোগানের সমর্থক নয়। তবে বিজেপি এই প্রসঙ্গে কী বলছে, সেদিকে তাঁদের নজর রয়েছে। এদিকে, বিজেপির তরফে শমীক ভট্টাচার্য সাফ জানান, বিজেপি কোনও মতেই এই স্লোগান সমর্থন করে না। তৃণমূলের ‘গদ্দার’, আর বিজেপি কাদের গদ্দার বলছে তার মধ্যে ফারাক রয়েছে। শমীক ভট্টাচার্য বলেন, যাঁরা দেশের সঙ্গে গদ্দারি করবেন, তাঁদের বিরোধিতা চিরকালই করবে বিজেপি।