আগামী ৪ অক্টোবর থেকে রবিবারও সচল থাকবে মেট্রো পরিষেবা। কিন্তু পুজোর আগে সাধারণ মানুষ যাতে কেনাকাটা করতে বেরিয়ে যাতে শহরের লাইফলাইন ব্যবহার করতে পারেন তাই ৪ অক্টোবর থেকেই মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানান, “আমাদের পরিকল্পনা আছে ৪ অক্টোবর থেকে রবিবার মেট্রো পরিষেবা চালু করার। কেননা পুজোর মুখে ছুটির দিনে যাত্রীরা তাহলে কিছুটা স্বস্তি পাবেন।” এছাড়াও মেট্রো রেলের জেনারেল ম্যানেজার বলেন, “এখন প্রথম ট্রেন সকাল ৮ টার সময় চলা শুরু করে নোয়াপাড়া ও কবি সুভাষ স্টেশন থেকে। সন্ধ্যার শেষ মেট্রো নোয়াপাড়া ও কবি সুভাষ থেকে ৭ টায় দিনের শেষ যাত্রা করে । এবার এই সকালে সময়টাকে ৮ টার পরিবর্তে সকাল ৭টা এবং দিনের শেষ মেট্রো সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ৮ টায় চালানোর পরিকল্পনাও আমাদের রয়েছে নোয়াপাড়া ও কবি সুভাষ থেকে।” তিনি আরও জানান, “এখন প্লাটফর্মে প্রবেশের জন্য স্লট বুকিংয়ের সময় ১ ঘন্টার ব্যবধানে রয়েছে। এই সময়টাকে ৪৫ মিনিটের ব্যবধানে করা গেলে একটা স্লট বাড়ানো যেতে পারে, সেই চেষ্টাও করা হচ্ছে।”