ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, অন্যান্য যে সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিক ও অন্যান্যরা আটকে রয়েছেন তারা নিজেদের রাজ্যে ফিরতে পারেন। এরপর বিভিন্ন রাজ্যের দাবি-দাওয়া মত ট্রেনের বন্দোবস্ত করে কেন্দ্র সরকার। তবে ট্রেনের মাধ্যমে রাজ্যে ফেরার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। মাস্ক পড়া, স্ক্রীনিং করানো ইত্যাদি স্বাস্থ্যবিধি ছাড়াও গুরুত্বপূর্ণ শর্ত হলো দুই রাজ্যের সম্মতি। অর্থাৎ আপনি যে রাজ্যে আসতে চাইছেন এবং যে রাজ্য ছাড়তে চাইছেন এই দুই রাজ্যের সম্মতিক্রমে নিজের রাজ্যে ফেরা সম্ভবপর হবে। এমত অবস্থায় আমরা আগেও জানিয়েছিলাম বিভিন্ন রাজ্য থেকে ফেরার জন্য আবেদন করার পদ্ধতি। আর এবার জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিভাবে আবেদন করবেন বাংলায় ফেরার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এন্ট্রি পাসের জন্য এর আগেও দুই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল। কিন্তু বারংবার ফোন করা সত্ত্বেও সেই নম্বরে ফোন লাগছিল না বলে অভিযোগ তুলতে থাকেন অন্য রাজ্যে আটকে থাকা এরাজ্যের অধিবাসীরা। যে কারণে আবেদন করার সেই পথকে আরও সুগম করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আবেদনের জন্য চালু হল অনলাইন পদ্ধতি, পাশাপাশি চালু হল হোয়াটস্যাপ হেল্পলাইন নম্বর। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসার জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে প্রবেশ করতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি http://covidwbgov.in/entry/aspx/Signin.aspx লিংকে। এরপর সেখানে থাকা অপশনগুলির মধ্যে নিচের দিকে লক্ষ্য করবেন ‘Register/ Apply’ অপশন রয়েছে। যেখানে ক্লিক করতে হবে এবং পৌঁছে যাবেন পরবর্তী পর্যায়ে। তারপর সেখানে আপনার মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করতে পারবেন। একইভাবে অন্য কোন রাজ্যের কোন অধিবাসী পশ্চিমবঙ্গ থেকে সেই রাজ্যে ফেরার জন্য আবেদন করতে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট অথবা http://covidwbgov.in/exit/aspx/Signin.aspx লিংকে সরাসরি ক্লিক করতে পারেন।এখানেও আগের মতোই একই পদ্ধতিতে রেজিস্টার করতে হবে ও প্রয়োজনীয় তথ্য বিবরণ দিতে হবে। এই সকল অনলাইন পদ্ধতি ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও একটি সহজ সরল পদ্ধতি আনা হয়েছে, যেটি হল হোয়াটসঅ্যাপ হেল্পলাইন। ‘৮০১৭৮৪৫৫৫৫’ এই হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইলে সেভ রেখে এই নম্বরে আবেদন করার জন্য আপনাকে ‘Hi’ লিখে পাঠাতে হবে। এছাড়াও রয়েছে দুটি হেল্পলাইন নম্বর, যেগুলি হল ০৩৩২২১৪৩৫২৬ / ১০৭০।