আজ রামনবমী। রাজ্যের দিকে দিকে মহাসমারহে পালন করা হচ্ছে রামনবমী উৎসব। চলছে শোভাযাত্রা। আর সেই আবহেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রবিবাসরীয় সকাল ১১ টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দির পরিদর্শন করে দিলেন রামের পুজো। রাজ্যের দিকে দিকে সকাল থেকে চলছে র্যালি। বিজেপি থেকে শুরু করে তৃণমূল সকলেই এই উৎসবে মেতে উঠেছেন। ঠিক তেমনভাবেই মাততে দেখা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। রাজভবন সূত্রে খবর, সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দির পরিদর্শনে যাওয়া শুধুমাত্র আনুষ্ঠানিক সফর। এবং সেখানে রাজ্যপাল উপস্থিত হন মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণেই। রাজ্যপালের সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দির সফর ঘিরে দেখা যায় কড়া নিরাপত্তা। সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দিরে পুজো দিয়ে রাজ্যপাল বলেন, ‘ শান্তিপূর্ণভাবে মিছিল করুন’।
