কলকাতা

মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তি, রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ওয়াকফ সংশোধনী প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে রঘুনাথগঞ্জের উমরপুর এলাকা । উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে খবর। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে বুধবার বিস্তারিত রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, রাজ্যের প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশও দিয়েছেন তিনি । এই বিষয়ে রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, “রাজ্যপাল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিয়ে হিংসা থামাতে হবে ৷ একটি বিস্তারিত রিপোর্ট জমাও দিতে হবে রাজভবনে ।” কয়েকদিন আগেই সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল। যদিও দীর্ঘ আলোচনা পর্বে বিরোধীদের একাংশ সংশোধিত বিলের তীব্র বিরোধিতা করেন । কিন্তু, পক্ষে-বিপক্ষের ভোটের সংখ্যার বিচারে সংসদের দুই কক্ষেই বিলটি পাশ হয়ে যায় । আর তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ আন্দোলন সংঘটিত হচ্ছে । কিন্তু মঙ্গলবার মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় বলেই জানিয়েছে রাজভবন ।