বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল ৷ সেখান থেকে মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, “রামপুরহাটে ভয়াবহতা ও নির্মমতা দেখে আমি খুবই ব্যাথিত ও মর্মাহত । ডিজি ইতিমধ্যে জানিয়েছেন ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় এটাই প্রমাণ হচ্ছে যে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে । রাজ্যে এই ধরনের অরাজকতা ও আইনশৃঙ্খলাহীনতা নিয়ে আমি এর আগেও একাধিকবার বলেছি এবং উদ্বেগ প্রকাশ করেছি । বাংলা হিংসার সংস্কৃতি আর আইনশৃঙ্খলাহীনতার সমার্থক হয়ে উঠুক এটা আমরা চাই না ৷ পুলিশ প্রশাসনকে রাজনীতির উর্ধে উঠে কাজ করতে হবে, যাতে কোনও প্রশ্ন না ওঠে । আমি আশা করছি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে এটার তদন্ত করবে । আমি আশা করছি মুখ্যসচিব আমাকে ওই ঘটনার পুঙখানুপুঙখ সব জানাবেন । এইধরনের ঘটনা রাজ্যে কোনওভাবেই ঘটা কাম্য নয় । আমি মনে করি রাজ্যে আইনের শাসন ও মানবাধিকার বজায় রাখা উচিৎ।”