কলকাতা

রাজভবনের চাকরিতে মহুয়ার স্বজনপোষণের অভিযোগ ভুল, টুইট রাজ্যপালের

রাজভবনকে নিজের বাড়ি বানিয়ে ফেলেছেন। নিজের সমস্ত আত্মীয়দের রাজভবনে চাকরি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কার্যত ক্ষমতার অপব্যবহার করে চাকরির ক্ষেত্রে স্বজনপোষণের করেছেন রাজ্যপাল। গত রবিবার টুইটে জগদীপ ধনকড়কে আক্রমণ করে এমনটাই জানান সাংসদ মহুয়া মৈত্র। যার ২৪ ঘণ্টার মধ্যেই টুইট করে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল। এদিন তিনি জানিয়েছেন মহুয়া মৈত্র যে ট্যুইট করেছেন যা সম্পূর্ণ ভুল। এরা কেউই আমার পরিচিত নয় এমনকি ভিন্ন রাজ্যের বাসিন্দা। ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, ‘মহুয়া মৈত্র টুইটে করে যে ৬ জন ওএসডি-র নিয়োগ ঘিরে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন, তা তথ্যগতভাবে ভুল। তাঁরা তিনটি আলাদা রাজ্যের বাসিন্দা। ৪ ভিন্ন বর্ণের। তাঁদের কেউই আমার নিকট আত্মীয় নন। ৪ জন তো আমার রাজ্যের বাসিন্দাও নন, এমনকি আমার বর্ণেরও নন।’ সঙ্গে সঙ্গেই পাল্টা দিয়ে তৃণমূল সাংসদ মহুয়া টুইট করে লিখেছেন, ‘রাজভবনে যাঁদের ওএসডি নিয়োগ করা হয়েছে, তাঁদের অতীত পরিচয় কী সেটা এখানে জানাতে অনুরোধ করছি। একই সঙ্গে অনুরোধ করছি এটাও জানাতে, কী ভাবে ওই ৬ জনকে রাজভবনে নিয়োগ করা হল। বিজেপি-র আইটি সেল এখান থেকে আপনাকে বার করে আনতে পারবে না। দেশের উপরাষ্ট্রপতির পদও মনে হয় অধরা থেকে গেল।’