কলকাতা

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পালটা জবাব দিলেন রাজ্যপাল

রাজ্যপাল যদি ভাবেন তিনি স্বেচ্ছাচারীতা করবেন, তাহলে অর্থনৈতিক বাধা সৃষ্টি করবে রাজ্য। শিক্ষক দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে এভাবেই হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণস্থাপন করতে উচ্চশিক্ষায় অচলাবস্থা যে তিনি সহ্য করবেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল সেদিনই। এমনকি রাজভবনের বাইরে ধরনায় বসারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির প্রভাব দেখা গেল আজ। এদিন ওই মন্তব্যের জবাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, আমার সাংবিধানিক সহকর্মীকে যে কোনও আলোচনার জন্য কড়জোড় রাজভবনের ভিতরই স্বাগত জানাচ্ছি। যেকোনও আন্দোলনের জন্যও মুখ্যমন্ত্রীকে স্বাগত।’ হাসিমুখে বিষয়টি হালকা করতে চাইলেও রাজ্যপালের চোখেমুখে অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। পদাধিকারের দুর্ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলিকে রাজভবনের নিয়ন্ত্রণে আনা যে আদেও সহজ হবে না, রাজ্যপাল তা বুঝতে পেরেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।