বাংলায় কোভিডের প্রকোপ ঠেকাতে এবার গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ৭ সদস্যের এক অ্যাপেক্স টাস্কফোর্স গঠন করল নবান্ন। আলাপনবাবু ছাড়াও ওই টাস্কফোর্সে থাকছেন রাজ্যের অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব, হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব, কলকাতা পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি। রাজ্যের প্রতিটি জেলায় যে সব কোভিড অবজারভার রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে এই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সকে সাহায্য করতে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে মাথায় রেখে ৭ সদস্যের আরও একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্র সচিব ছাড়াও রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব, খাদ্য ও সরবরাহ দফতরের সচিব, হাওড়া পুরনিগমের কমিশনার প্রমুখরা। রাজ্যে কোভিডের সংক্রমণ ঠেকাতে ও উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতেই আপাতকালীন ভাবে এই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। ২মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরে নতুন সরকার ক্ষমতায় এসে এই টাস্ক ফোর্স নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। যেহেতু রাজ্যে এখন আদর্শ আচরণবিধি জারি রয়েছে তাই মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সব মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের বাদ দিয়েই এই টাস্কফোর্স গঠিত হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই টাস্ক ফোর্সই কোভিড সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে। তবে নবান্ন সূত্রে এটাও জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই টাস্ক ফোর্স গঠিত হয়েছে ও তাঁর পরামর্শ মেনেই কাজ করবে।