ইউটিউবারের বাড়িতে গ্রেনেড হামলা! ঘটনার দায় নিল পাকিস্তানের গ্যাংস্টার। তার দাবি, নভদ্বীপ সান্ধু নামে ওই ইউটিউবার নিজের চ্যানেলে একটি বিশেষ সম্প্রদায় সম্পর্কে কয়েকটি অশালীন মন্তব্য করেছেন। তাই তাঁর বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে। নভদ্বীপকে যদি গ্রেফতার না করা হয় তাহলে আরও বড় হামলা হবে বলেও হুমকি দিয়েছে গ্যাংস্টার শেহজাদ ভাট্টি। জানা গিয়েছে, রবিবার ভোরে পঞ্জাবের জলন্ধরের রসুলপুর গ্রামে ইউটিউব-তারকা নভদ্বীপ সান্ধুর বাড়িতে গ্রেনেড ছোড়া হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ইউটিউবার সে সময় ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘটনা প্রসঙ্গে জলন্ধরের এসএসপি গুরমিত সিং বলেন, “আমাদের কাছে সকাল দশটা নাগাদ খবর আসে। এখানে এসে আমরা গ্রেনেড জাতীয় একটি জিনিস খুঁজে পেয়েছি। এখন পরিস্থিতি সম্পূর্ণে নিয়ন্ত্রণে আছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারা এই কাণ্ড ঘটাল তা জানার কাজ শুরু হয়েছে ।” পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে যে জিনিসটি উদ্ধার করা হয়েছে সেটির পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি কীভাবে এই হামলা চলল তাও জানার চেষ্টা হচ্ছে। নভদ্বীপের বাড়ির কাছাকাছি কোথাও কোনও সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে।
