দেশ

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল, সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী

কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশালী ৷ আজ লোকসভায় একটি বিবৃতিতে এই কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য সেনা আধিকারিকদের মৃত্যুতে আজ ২ মিনিটের নীরবতা পালন করা হয় লোকসভায় ৷ গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এখন লাইফ সাপোর্টে রয়েছেন ৷ বরুণ সিং সাংঘাতিক ভাবে পুড়ে গিয়েছেন ৷ বর্তমানে ওয়েলিংটনের সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁকে সুস্থ করার সব রকম চেষ্টা করা হচ্ছে বলে আশ্বস্ত করলেন রাজনাথ সিং ৷