আগামী ২-৩ মাসের মধ্যে দার্জিলিংয়ের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নির্বাচন হবে বলে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু না হওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম পাহাড়ে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাহাড় সফর নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। দার্জিলিংয়ের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। পাহাড়ে পা রেখেই এদিন গোর্খা জনমুক্তি মোর্চা, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।