গুজরাত উপকূলে যৌথ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এটিএস এবং উপকূল রক্ষীবাহিনী ৷ ঘটনাস্থল থেকে সাত নাবিক-সহ ইরানের একটি নৌকা বাজেয়াপ্ত করে তারা ৷ ওই নৌকা থেকেই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ৷ সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নৌকাটি থেকে ৩০ থেকে ৫০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ ভারতীয় মুদ্রায় যার বাজারদ প্রায় ২৫০ কোটি টাকা ! তবে ওই নৌকায় ঠিক কতটা পরিমাণ হেরোইন ছিল, তা জানতে এখনও কিছুটা সময় লাগবে ৷ বিশেষজ্ঞরাই উদ্ধার হওয়া হেরোইনের সঠিক পরিমাণ বলতে পারবেন ৷