মধ্যপ্রদেশের গুনা জেলার পিপলিয়া গ্রামে শনিবার বিকেলে ঘুড়ি ওড়াতে গিয়ে 140 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় 10 বছরের সুমিত মীনা ৷ সূত্রের খবর, কুয়োটির 39 ফুট গভীরে আটকে যায় শিশুটি৷ তাকে উদ্ধারের জন্য জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার সকালে অচৈতন্য অবস্থায় তাকে কুয়ো থেকে বের করে আনা হয় ৷ প্রশাসন ও উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সে করে সুমিতকে সরাসরি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সুমিতকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে সুমিতের।