বিদেশ

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে লাইভ শো চলাকালীন বন্দুকবাজদের হানা

টিভিতে চলছিল লাইভ অনুষ্ঠান। এমন সময় স্টুডিওয় ঢুকে পড়ল একঝাঁক বন্দুকবাজ। ক্যামেরার সামনেই সঞ্চালক সহ সকলকে বন্দুকের নলের সামনে ভয় দেখিয়ে কার্যত বন্ধক বানিয়ে ফেলল তারা। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে। সেখানে জেল থেকে এক কুখ্যাত গ্যাংস্টারের পালিয়ে যাওয়ায় ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। পলাতক গ্যাং লিডারের অনুগামীরা বন্দুকহাতে দেশের জায়গায় জায়গায় বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছে। চলছে অবাধ লুটপাট ও ছিনতাই। এমনকী সংবাদ মাধ্যমের স্টুডিওয় ঢুকে লাইভ অনুষ্ঠান থেকে দেশের সেনা ও সরকারের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছে দুষ্কৃতীরা। বাধ্য হয়ে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি জারি করতে হয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে।