বিদেশ

ফের বালোচিস্তানে হামলা, বাস থেকে নামিয়ে একের পর এক যাত্রীকে খুন

ফের হামলা বালোচিস্তানে। বাস থেকে নামিয়ে খুন করা হলো নিরীহ যাত্রীদের। বালোচিস্তান লিবাবরেশন আর্মি (বিএলএ)-র সদস্যরা ওই যাত্রীদের হত্যা করেন বলে অভিযোগ। পাকিস্তানের সরকার এবং বালোচিস্তানের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে অন্তত ৬ জনকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ওই বাস যাত্রীদের খুনের ঘটনার দায় স্বীকার করেনি কেউ। এই খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ। ওই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি। একের পর এক হামলা চালিয়ে বালোচিস্তানের উন্নতি আটকানো যাবে না বলে দাবি করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। ঘটনার নিন্দা জানিয়েছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সারফাজ় বুগতি। তিনি জানিয়েছেন,বাস থেকে নামিয়ে যাত্রীদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়েছিল। তার পরে কাপুরুষের মতন ওই বাসের যাত্রীদের হত্যা করা হয়েছে। জানা গিয়েছে, এই হত্যার ঘটনা ঘটেছে বালোচিস্তানের কালমত এলাকায়। বুধবার গভীর রাতে বালোচিস্তানের গদর থেকে করাচিগামী একটি বাসকে কালমত এলাকায় থামানো হয়। যাত্রীদের পরিচয়পত্র দেখা চাওয়া হয়। সেখানেই সন্দেহভাজন বালোচিস্তান লিবাবরেশন আর্মি (বিএলএ)-র সদস্যরা ৬ যাত্রীকে খুন করে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছিল। পরে আরও একজন মারা যান।