দেশ

দাবি খারিজ, শিবলিঙ্গের কোনও পরীক্ষা হবে না, রায় বারাণসী আদালতের

বারাণসীর জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সে পাওয়া একটি ‘শিবলিঙ্গ’-এর বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিং-এর মতো বৈজ্ঞানিক তদন্তের জন্য হিন্দু আবেদনকারীদের দাবিটি আজ বারানসীর আদালত প্রত্যাখ্যান করেছে। বারাণসীর একটি আদালত বলেছে যে কার্বন ডেটিং-এর মতো কোনও সার্ভের আদেশ মসজিদের ভিতরের স্থানটি সিল করার যে সুপ্রিম কোর্টের আদেশ তাকে লঙ্ঘন করবে। গত মাসে, পাঁচজন হিন্দু আবেদনকারীর মধ্যে চারজন ‘শিবলিঙ্গ’ সম্পর্কে ‘বৈজ্ঞানিক তদন্ত’ চেয়ে আবেদন করেন। তারা দাবি করে যে এই শিবলিঙ্গের বয়স নির্ধারণ করা প্রয়োজন। ওই মহিলারা দাবি করেন, মসজিদের ভিতরে হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি রয়েছে। হিন্দু পক্ষ দাবি জানায় যে জ্ঞানবাপী মসজিদের ভিতরে যে ওয়াজুখানা বা জলাধারের ভিতরে কাঠামো পাওয়া গিয়েছে এবং যাকে একটি শিবলিঙ্গ বলে দাবি করেছে হিন্দু পক্ষ তার কার্বন ডেটিং-এর আবেদন করে হিন্দু পক্ষ। এই আবেদনের রায় ঘোষণা করেছে আদালত। আবেদনকারীরা দাবি করে যে ১৬ মে সার্ভের সময় মসজিদের ওয়াজুখানা বা জলাশয়ে পাওয়া ‘শিবলিঙ্গ’ আসলে মন্দিরের সম্পত্তির অংশ ছিল। হিন্দু পক্ষ কার্বন ডেটিং এবং শিবলিঙ্গের মতো কাঠামোর অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার দাবি করেছিল।