বিনোদন

মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ খানের পুত্র আরিয়ান

গতকাল রাতে গোয়াগামী এক প্রমোদতরী থেকে আরিয়ান খান সহ আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনবিসি)-র কর্তারা। দীর্ঘ তিন ঘন্টা আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করেন এসবিসির অফিসাররা। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। খতিয়ে দেখা হয়, শেষ কয়েকদিন কার কার সঙ্গে ফোনে ও হোয়াটস অ্যাপে কথা বলেছেন আরিয়ান। এরপরই আরিয়ান খান সহ তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করে এনবিসি।  সূত্রে খবর, সেই মাদক পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনও প্রবেশমূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। এনসিবি সূত্রের খবর, সকাল থেকেই জেরা করা হয় আরিয়ানকে। মাদক নেওয়ার কথা অস্বীকার করেন আরিয়ান। তিনি জানিয়েছেন, তিনি কখনই মাদক সেবন করেননি। ইতিমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছেন। সেখানে হাজির শাহরুখ পত্নী গৌরী খানও।  শনিবার রাতে কিছুটা ফিল্মি কায়দাতেই হানা দিয়েছিল এনসিবি। তাঁরা জানতে পারে রেভ পার্টি হওয়ার কথা আছে মাঝ সমুদ্রে। যাত্রী বেশে হাজির হন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। আর তারপর পার্টি শুরু হলে আটক করা হয় আট জনকে। শোনা যায় গত দুসপ্তাহ ধরেই তাঁদের উপর নজর রেখেছিল এনসিবি। সেই পার্টি থেকেই অফিসাররা  আটক করেন

আটজনকে। সেখান থেকে তাঁদের নিয়ে আসা হয় দক্ষিণ মুম্বইয়ের বলার্ড এস্টেট অফিসে। এনবিসি-র তরফ থেকে জানানো হয়েছে, ঐ মাদক পার্টি থেকে উদ্ধার করা হয়েছে কোকেন, চরস, মেফেড্রনের মতো একাধিক মাদক। সব মিলিয়ে মাদক নেওয়ার অভিযোগে আটক করা হয় ছয়জন পুরুষ ও দুই জন মহিলাকে। এরই মধ্যে অন্যতম নাম আরিয়ান খান। আরিয়ান ছাড়াও যে সাতজনের নাম উল্লেখ রয়েছে এই তালিকায় রয়েছে মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া ও আরবাজ মার্চেন্ট। এদের মধ্যে মোহক,নুপূর ও গোমিত তিনজন দিল্লির বাসিন্দা, বাকিরা থাকেন মুম্বইয়ে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের-র মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে এনবিসি। দীপিকা থেকে শুরু করে সারা, রিয়া অনেকেরই নাম জড়িয়েছে মাদক মামলায়। এবার সেই তালিকায় নতুন নাম আরিয়ান খান।  এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ খান। এমনকী মান্নাত থেকেও কারও বার্তা পাওয়া যানি। বর্তমানে ‘পাঠান’-এর শ্য়ুটিংয়ের জন্য স্পেনে রয়েছেন শাহরুখ খান।  সূত্রের খবর, শ্যুটিং আপাতত বাতিল করে শীঘ্রই দেশে ফিরতে পারেন কিং খান।  এদিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চিফ তদন্ত প্রসঙ্গে বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে তদন্ত চালাচ্ছি। তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি বলিউড বা প্রভাবশালী ব্যক্তির যোগ থাকে, থাকুক। আইন আইনের পথেই চলবে।’