জেলা

ভোটের আগেই সরানো হল হলদিয়ার এসডিপিও-কে

নন্দীগ্রামে ভোটের আগেই হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্যকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন মহকুমা পুলিশ আধিকারিক হয়েছেন উত্তম মিত্র। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপসারিত বরুণ বৈদ্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় তাঁকে সরানো হয়েছে। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিককে অপসারণের দাবি জানানো হয়েছিল। হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিকের পাশাপাশি মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর বিচিত্র বিকাশ রায়কেও সরিয়ে দিয়েছে কমিশন। তাঁর পরিবর্তে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিআই শীর্ষেন্দু দাসকে। অপসারিত হলদিয়ার এসডিপিও ও সিআইকে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনও পদে বদলি করা যাবে না বলেও রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে কমিশন। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা অরিন্দম মানিকেও সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ১০ বছর একই পদে তাকার জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে কমিশনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তাঁকেও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনও পদে বদলি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। অপসারিত অরিন্দম মানির জায়গায় বালিগঞ্জের রিটার্নিং অফিসার হিসেবে তিন আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে।