মোদি সরকারের আনা নয়া তিনটি কৃষি বিলের প্রতিবাদে হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে কৃষকদের বিক্ষোভ এবং আন্দোলন আরও তীব্র পর্যায়ে পৌঁছচ্ছে৷ এ দিনই আন্দোলনরত কৃষকরা আঘামী ২৫ সেপ্টেম্বর হরিয়ানা বনধের ডাক দিয়েছে৷ পাশাপাশি, আঘামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকার এই বিলগুলি প্রত্যাহার না করলে আরও বড় মাপের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা৷ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী কৃষকরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল সংখ্যক পুলিশবাহিনী মোতায়েন করা হয়৷ এ দিনই রাজ্যসভায় বিরোধীদের প্রবল বিক্ষোভ উপেক্ষা করেই দু’টি কৃষি বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ হরিয়ানাতেও এ দিন একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা৷ হরিয়ানার ফতেহাবাদে এ দিন কয়েক হাজার কৃষক রাস্তায় নেমে বিক্ষোভ দেখান৷