দেশ

হাতরাসের তরুণীকে ধর্ষণ করাই হয়নি, দাবি যোগীর পুলিসের

এবার হাতরাসকাণ্ডে মুখ খুলল পুলিস। জানাল, উত্তরপ্রদেশের হাতরাসের ওই নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই। বলা হয়েছে, শরীরের একাধিক জায়গায় চোটের চিহ্ন থাকলেও ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। মৃত্যুর কারণ হিসাবে ঘারে চোটের কারণ দেখানো হয়েছে। রিপোর্টে লেখা হয়েছে, পরোক্ষ আঘাত এবং তার পরিণতিতে নির্যাতিতার সার্ভিকাল স্পাইন-এ আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।’ অভিযুক্তরা বারবার

শ্বাসরোধ করার চেষ্টা করাতেই যে ওই তরুণীর ঘাড় ভেঙে যায়, সে বিষয়টিও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। যার জেরে তাঁর গলায়একটি কালশিটে দাগও দেখা গিয়েছে। যদিও এই কালশিটে দাগ এ ক্ষেত্রে মৃত্যুর কারণ নয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আজ, বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিসের এডিজি ল অ্যন্ড অর্ডার প্রশান্ত কুমার একথা জানিয়েছে বলেন, হাতরাসের নির্যাতিতাকে কে বা কারা নৃশংসভাবে খুন করেছে তার তদন্ত করা হচ্ছে। এমনকী ধর্ষণ দাবি করে যে বা যাঁরা পরিস্থিতি ঘোরালো করে তুলেছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।