যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাবানলে পুড়ে মৃত্যু ছয়জনের। ঐতিহাসিক শহর লাহাইনার অর্ধেক পুড়ে গিয়েছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। বহু মানুষ প্রাণে বাঁচতে ঝাঁপ দিয়েছে সমুদ্রে। তাঁদের উদ্ধার করা হয়েছে। গত বুধবার হাওয়াইয়ের মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বহু মানুষ ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। মাওয়াইয়ের হাসপাতালগুলিতে রোগীর জায়গা হচ্ছে না। অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘লাহানিয়া শহরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।’