ইংরেজবাজার-সহ রাজ্যের চারটি ধর্ষণের ঘটনায় দময়ন্তী সেনকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা । এদিন সেই আর্জিতে সন্মতি দিলেন প্রধান বিচারপতি । প্রসঙ্গত, ২০১২ সালের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডেও দময়ন্তী সেনের হাতেই তদন্তভার গিয়েছিল ৷
আদালত জানিয়েছেন, রাজ্য এ বিষয়ে কথা বলবে দময়ন্তী সেনের সঙ্গে । মঙ্গলবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি । পাশাপাশি রাজ্য এত দিন কী তদন্ত করল তার রিপোর্ট জমা দেবে আদালতে । গত ২৩ মার্চ মাটিয়ায় এক কিশোরীকে ধর্ষণ করে এক যুবক। এই ঘটনায় নাম জড়ায় মেয়েটির সম্পর্কিত এক পিসির। এরপরই ধর্ষণের মূল মাস্টারমাইন্ড অর্থাৎ নির্যাতিতার পিসি রোজিনা বিবিকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিস। ঘটনাস্থল পরিদর্শনে যান জেলার এসপি, বাদুড়িয়ার এসডিপিও ও মাটিয়া থানার ওসি-সহ একাধিক পুলিস আধিকারিক।এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে বিরোধী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। এলাকায় তিন দলই বিক্ষোভ দেখায়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, মাটিয়ায় এবং আরজিকর হাসপাতালে মেয়েটির পরিবারের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিস। তিনি এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়া কাণ্ডেরও তুলনা টেনে আনেন।