কলকাতা

ফি না দিলেও বেসরকারি স্কুলের পড়ুয়ারা বসতে পারবে পরীক্ষায়

বেসরকারি স্কুলের পড়ুয়াদের ফি নিয়ে যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তাতে বড় নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শম্পা ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দিল, বেসরকারি স্কুলে অভিভাবকরা যদি ফি মেটাতে না পারেন তাহলে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া থেকে বিরত রাখা যাবে না। আদালত স্পষ্ট করে দিয়েছে, পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড বা পরীক্ষার পর মার্কশিট- সবই দিয়ে দিতে হবে স্কুলকে। কোনও ভাবেই এ ব্যাপারে চাপ তৈরি করা যাবে না। ছাত্রছাত্রীদের স্বাভাবিক পঠনপাঠনে যাতে কোনও বিঘ্ন না ঘটে তাও স্কুলগুলিকে সুনিশ্চিত করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল ফি মেটানোর জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন কিছু অভিভাবক। তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার আগে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্কুলের প্রিন্সিপ্যালের বিরুদ্ধে। তারপর পুলিশ নোটিস পাঠিয়ে স্কুলের প্রিন্সিপ্যালকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আদালত বলেছে, এখনই স্কুল প্রিন্সিপ্যালকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে না। আগামী ১৭ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।