বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র সবটা এখনও না মেটানোয় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বকেয়া সব টাকা এখনও না মেটানোর অভিযোগ শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উত্থাপন করেন কর্মীদের আইনজীবী সৌম্য মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছি। আগামী ১৪ ডিসেম্বর তার শুনানি হবে। বিচারক বলেন, রিভিউ পিটিশন করলেই সব টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ জন্মায় না। আদালতের স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতেই হবে। ১৪ ডিসেম্বরের পরিবর্তে, ছয় জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে মেটাতে হবে বকেয়া পুরনো ডিএ-র টাকা।